Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি প্রকল্পে বৈদেশিক ঋণচুক্তি খতিয়ে দেখা হবে: দেবপ্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৫

ঢাকা: জ্বালানি খাতের প্রকল্পে বৈদেশিক ঋণের চুক্তি আগে খতিয়ে দেখিবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা বলেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সারসা সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড. জাহিদ হোসেন, ড. সেলিম রায়হান ও ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘আজকের বৈঠকে আমরা ঠিক করলাম কোন সদস্য কোন দায়িত্ব পালন করবেন। আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে মতবিনিময় করবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে।’

তিনি জানান, খাত ওয়ারি যেমন- জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থপাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে ভাগ করা হবে।

সারাবাংলা/জেজে/পিটিএম

ঋণচুক্তি টপ নিউজ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বৈদেশিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর