Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৩

ফেনী: ফেনীতে ভয়াবহ বন্যায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ১৭ জন পুরুষ, সাতজন নারী এবং চার শিশু রয়েছে। তাদের ২০ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি আটজনের পরিচয় মেলেনি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তবে এখনো একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন তাদের স্বজনরা।

পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ২৮ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় অজ্ঞাত তিনজন, সোনাগাজী চারজন এবং ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেনী সদরে সাতজন, দাগনভূঞায় তিনজন, ফুলগাজীতে সাতজন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন এবং পরশুরামের দুইজন রয়েছেন।

প্রসঙ্গত, অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে জুলাই-আগস্ট মাসে তিনবার বন্যা হয়েছে। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ফেনীতে বন্যা বন্যায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর