আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুয়ারেজ
৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২
হাত দিয়ে গোল আটকানো, প্রতিপক্ষের ঘাড়ে কামড় বসানো; উরুগুয়ের হয়ে পুরো ক্যারিয়ারেই নানা কারণেই আলোচিত সমালোচিত ছিলেন তিনি। অবশেষে জাতীয় দলকে বিদায় বলার ঘোষণা দিলেন উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।
৩৭ বছর বয়সী সুয়ারেজ জানিয়েছেন, আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানছেন তিনি, ‘৬ তারিখ দেশের হয়ে আমার শেষ ম্যাচ। এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে আমি জাতীয় দলের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছি। শেষ ম্যাচেও এটা করেই বিদায় বলতে চাই।’
২০০৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল সুয়ারেজের। উরুগুয়ের হয়ে ২০১১ সালে জিতেছেন কোপা আমেরিকা। সেই শিরোপাকেই নিজের ক্যারিয়ারের সেরা অর্জন মানছেন সুয়ারেজ, ‘২০১১ সালের কোপা জয় আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। এটার সাথে তুলনা করার মতো আর সাফল্য নেই।’
উরুগুয়ের হয়ে ১৪০ ম্যাচে ৬৮ গোল করেছেন সুয়ারেজ। দেশের হয়ে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড।
সারাবাংলা/এফএম