Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরযান চালকদের লাইসেন্স নবায়নের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ২০:২৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মোটরযান চালকদের লাইসেন্স নবায়নের দাবিতে মানববন্ধন করেছে পেশাদার মোটরযান চালক ও তাদের পরিবারের সদস্যরা। শনিবার (৩১ আগস্ট) বেলা ১০টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগী পেশাদার মোটরযান চালকরা বলেন, ‘পেশাদার চালকদের লাইসেন্স নবায়নের আবেদনের ফাইল বিআরটিএ অফিসে কয়েক বছর ধরে পড়ে আছে। আঙুলের ছাপ দিয়েও লাইসেন্স পাওয়া যাচ্ছে না। জন্মতারিখ সংশোধন করে চালকদের লাইসেন্স নবায়ন করার জন্য বিগত এক বছরে চারবার তারা মানববন্ধন করেছে। বিআরটিএ সদর কাযার্লয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অতিদ্রুত বদলি করা উচিৎ।’

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রানা ইসলাম।

মানববন্ধনে ছাত্র-ছাত্রী, চালক ও তাদের পরিবারের সদস্য ও শ্রমিকরা অংশ নেন।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা মানববন্ধন মোটরযান লাইসেন্স নবায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর