Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৪ ১৯:৩৯

 বিএনপিতে সুযোগসন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলায় বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির নাম ভাঙ্গিয়ে যাতে কেউ অপতৎপরতা চালাতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহবুবের রহমান শামীম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাহসী জনতার দুর্বার আন্দোলনে অভূতপূর্ব সাফল্যের ফলশ্রুতিতে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত। তবে মানবসৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা বন্যার্তদের সহায়তা দিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় বিএনপির কেউ যদি কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকে তা বরদাশত করা হবে না। দলের অনুপ্রবেশ ঠেকাতে এরইমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। বিএনপিতে সুযোগসন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে বিএনপিতে যোগদান করানো যাবে না। কেউ যাতে বিএনপির নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাতে না পারে সে সম্পর্কে বিএনপি নেতাকর্মীকে সাবধান থাকতে হবে।’

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য জয়নাল আবেদীন বাবলু, শামসুদ্দিন খোকন, রবিউল হক শিমুল, সোনাগাজী উপজেলার সভাপতি মো. গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সেন্টু, পৌরসভার সভাপতি আবু মোবারক দুলাল ও সিনিয়র সহ সভাপতি ইমাম উদ্দীন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমও

অনুপ্রবেশকারী বিএনপি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর