Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের জন্য ৮ কোটি টাকা সহায়তা দেবে অস্ট্রেলিয়া

সারাবাংলা ডেস্ক
২৯ আগস্ট ২০২৪ ২২:১১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ১৩:৪৪

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন। ছবি: পিআইডি

টানা প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ শিকার দেশের পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চলের ১১ জেলা। এসব জেলার বন্যাদুর্গতদের সহায়তায় এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি টাকা সহায়তা দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ কথা জানিয়েছেন। এ দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

নর্ডিয়া সিম্পসন বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যার খবরে অস্ট্রেলিয়া সমব্যথী। এখন বন্যাদুর্গত এলাকায় বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়া এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে।

বৈঠকে সিম্পসন ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, শুল্ক মাসুল ও সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলোচনা করেন।

সিম্পসন বলেন, অস্ট্রেলিয়া এখন রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক এবং নেতৃত্বের বিষয়গুলো তুলে ধরছে।

সদিচ্ছার জন্য বৈঠকে অস্ট্রেলিয়ার প্রতি ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি এবং অন্যান্য সহায়তাও কামনা করেন। বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অস্ট্রেলিয়ার হাইকমিশনার টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বন্যার্তদের জন্য সহায়তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর