Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন লিয়াজোঁ কমিটির মাহফুজ

সারাবাংলা ডেস্ক
২৯ আগস্ট ২০২৪ ০০:১৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ০১:৩৮

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মাহফুজ আলম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মাহফুজের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব কানিজ ফাতেমা প্রজ্ঞাপনে সই করেছেন।

মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওতপ্রোতভাবে যুক্ত তিনি। আন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে তাতে উপদেষ্টা হিসেবে দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থান পান।

আরও পড়ুন- রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্তের জন্য এবার লিয়াজোঁ কমিটি ছাত্রদের

এদিকে রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেওয়ার পাশাপাশি সরকার, অংশীজন ও ছাত্র-জনতার সঙ্গে সমন্বয়ের জন্য গঠন করা এই কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় মাহফুজকে।

মাহফুজকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাহফুজ আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তার বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধা পাবেন মাহফুজ। জনস্বার্থে এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তীকালীন সরকার টপ নিউজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাহফুজ আলম লিয়াজোঁ কমিটি