Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন কুবির উপউপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির

কুবি করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ২১:৩৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ০১:৪০

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির পদত্যাগ করেছেন।

বুধবার (২৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

সহ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন, ‘যতদিন দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছি। আমার জানামতে কারো প্রতি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সহযোগী হইনি। সব অন্যায়ের প্রতিবাদ করেছি এবং অনেক প্রসঙ্গে লিখিত দ্বিমত জানিয়েছি।’

এর আগে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের পদত্যাগ নিয়ে রেজিস্ট্রার বরাবর পাল্টাপাল্টি চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। গত ১২ আগস্ট প্রথমে সাধারণ শিক্ষার্থীদের একাংশ প্রো-ভিসির পদত্যাগ চেয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন এরপর বুধবার (১৪ আগস্ট) শিক্ষার্থীদের আরেক অংশ প্রো-ভিসিকে অন্যায়ভাবে পদত্যাগ করতে বলায় প্রতিবাদ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন।

সারাবাংলা/এনইউ

অধ্যাপক ড. হুমায়ুন কবির উপ-উপাচার্য কুবি টপ নিউজ পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর