Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বাসের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ১৩:২৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ১৭:২৯

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি সদরের তিনমাইল এলাকায়। অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে জান্নাত পরিবহণের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। পথে মাঝিপড়া এলাকায় বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন।

সারাবাংলা/ইআ

গাইবান্ধা টপ নিউজ নিহত ২

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর