Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির প্রেসিডেন্ট হলেন ভারতের জয় শাহ

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৪ ০৯:৩৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ১২:৩৮

আইসিসির নতুন প্রেসিডেন্ট হিসেবে তার নামটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত আইসিসির প্রধান হচ্ছেন ভারতের জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সে আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হওয়ার কীর্তি গড়লেন তিনি।

নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জয় শাহর প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউই। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন জয় শাহ। দুই বছর থাকবে তার দায়িত্বের মেয়াদ।

বিজ্ঞাপন

জয় শাহ বেশ কয়েক বছর ধরেই ভারতের ক্রিকেটের পরিচিত মুখ। ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সেক্রেটারি ও ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর জয় শাহ বলেছেন, ২০২৮ অলিম্পিকের মাধ্যমে ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়াই তার অন্যতম প্রধান লক্ষ্য, ‘আমাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যেই কাজ করে যাব। আমরা একটা কঠিন সময়ের মাঝে দিয়ে যাচ্ছি। অনেকগুলো ফরম্যাট, অনেক প্রযুক্তি নিয়ে কাজ করতে হচ্ছে। বিশ্বজুড়ে ক্রিকেটকে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের লক্ষ্য এই খেলাটাকে আরও জনপ্রিয় করা।’

সারাবাংলা/এফএম

আইসিসি জয় শাহ টপ নিউজ ভারত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর