এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত
২৮ আগস্ট ২০২৪ ০১:৫৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ০৩:৫৭
ঢাকা: সদ্যই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সাবেক মন্ত্রীদের ব্যাংক হিসাব স্থগিতের তালিকায় এবার যুক্ত হলো ওবায়দুল কাদেরের নাম। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রের খবর, মঙ্গলবার (২৭ আগস্ট) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিএফআইইউ এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। একাধিক ব্যাংকের কর্মকর্তা এ চিঠির পাওয়ার তথ্য নিশ্চিত করেছে।
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত তথ্য যুক্ত করে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। এ ছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ থাকবে।
আরও পড়ুন- চৌধুরী নাফিজ সরাফাত ও নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব জব্দ
কেবল লেনদেন বা হিসাব স্থগিত নয়, সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন— হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্যও বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে ওই চিঠিতে।
সাবেক ছাত্রলীগ সভাপতি ওবায়দুল কাদের ২০১৬ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এরপর দলের আরও দুটি কাউন্সিলেও তিনি একই পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন- বিএবি চেয়ারম্যান নজরুল ইসলামের ব্যাংক হিসাব স্থগিত
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ২০১১ সালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের (ওই সময়কার যোগাযোগ মন্ত্রণালয়) মন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত একই মন্ত্রণালয়ে ছিলেন তিনি।
সরকার পতনের পর থেকে ওবায়দুল কাদেরের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরই মধ্যে সদ্য সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হয়েছে। তবে ওবায়দুল কাদের এখনো গ্রেফতার হননি। ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় বেশকিছু হত্যা মামলায় পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদেরও আসামি রয়েছেন।
সারাবাংলা/টিআর