Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের প্রতি আহ্বান ড. ইউনূসের

সারাবাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৪ ২২:০৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ০৪:২৬

মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানি হাইকমিশনার। ছবি: পিআইডি

দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি পাকিস্তান সরকারের প্রতি এ আহ্বান জানান

বিজ্ঞাপন

আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো একটি মডেল হতে পারে বলে উল্লেখ করেন ড. ইউনূস। বলেন, আমাদের পারস্পরিক সুবিধার জন্য এক সঙ্গে কাজ করতে হবে।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

হাইকমিশনার সৈয়দ মারুফ দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির জনগণ বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গভীর উদ্বেগ জানিয়েছে। পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আহমদ মারুফ পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ এবং উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানান।

দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক অংশীদারি আরও জোরালো করার প্রয়োজনীয়তা তুলে ধরেন হাইকমিশনার। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ে অভিনন্দনও জানান তিনি। বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের হাইকমিশনার প্রধান উপদেষ্টা সার্ক সৈয়দ আহমদ মারুফ সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর