Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যাপক নিয়াজকে ঢাবি উপাচার্য করে প্রজ্ঞাপন জারি

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৭:২০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ০১:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে নিয়োগ দিয়েছেন আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। উপাচার্য হিসেবে অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক নিয়াজ।

মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক নিয়াজের নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। পাঁচ শর্ত উল্লেখ করা প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে যে পাঁচ শর্তের উল্লেখ আছে সেগুলো হলো—

  • উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে;
  • তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন;
  • বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন;
  • বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং
  • রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপউপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কাজ করেছেন ইউএনডি ও আইউসিএনসহ অনেক সংস্থাতে। এ ছাড়া আরণ্যকের চেয়ারম্যান, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ব্রাকের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজারসহ নানা দায়িত্ব তিনি পালন করছেন অধ্যাপক নিয়াজ।

গত ১০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক মাকসুদ কামাল পদত্যাগ করলে পদটি শূন্য হয়। গত বছরের ১৫ অক্টোবর ঢাবি উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর দায়িত্ব নিয়েছিলেন তিনি। উপাচার্য হিসেবে এক বছরও দায়িত্ব পালন করতে পারলেন না তিনি। ছাত্র-জনতার আন্দোলনের পথ ধরে আওয়ামী লীগ সরকারের পতন হলে পাঁচ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/টিআর

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ঢাবি উপাচার্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর