Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ২২:৩২

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জে আবদুল করিম নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, আবদুল করিম সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে এলাকাবাসী সড়কের পাশে মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। নারী সম্পর্কিত বিষয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহিদুল ইসলামের।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা কারিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে হত্যা স্কুলছাত্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর