Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমএসই খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির আহ্বান ঢাকা চেম্বারের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৮:৫৩

ঢাকা: বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি আশরাফ আহমেদ-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কুটির, মাইক্রো ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের (সিএমএসই) জন্য ঋণপ্রবাহ বৃদ্ধির আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।

সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, ‘সুদের হার বৃদ্ধি পেলে বিশেষকরে এসএমইদের জন্য ঋণপ্রবাহ বাধাগ্রস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এসএমইদের অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বেশকিছু স্কীম রয়েছে, যেগুলোর কার্যক্রম বেগবান করতে পারলে এসএমইদের অর্থায়ন প্রক্রিয়া আরও সহজতর হবে।’

এছাড়াও সভায় বৈদেশিক ট্রেড ক্রেডিট প্রক্রিয়া ও বৈদেশিক ঋণপ্রক্রিয়া সহজতর করা, ব্যাংকসমূহে ঋণপ্রবাহ বাড়ানোর জন্য অনুরোধ করেন ঢাকা চেম্বার সভাপতি। এসএমইদের ঋণ প্রাপ্তিতে বিদম্যান সুদের চাপ কিভাবে আরও হ্রাস করা যায়, সে ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বিদ্যমান মূল্যস্ফীতি আগামী ৬-৭ মাসের মধ্যে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হলে, নীতি সুদ হার এবং ব্যাংক ঋণের সুদের হার হ্রাস সহ অন্যান্য বিষয়সমূহে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে। ব্যাংকের আমানত সংগ্রহের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে উন্নয়ন একান্ত অপরিহার্য বলে তিনি মত প্রকাশ করেন। এসএমইদের ক্রেডিট গ্যারান্টি ফেসিলিটিগুলোকে আরও সচল করার ওপর গভর্নর জোর দেন।

বিজ্ঞাপন

এক্ষেত্রে বেসরকারিখাতে ঋণপ্রবাহ বাড়াতে সরকারি ঋণগ্রহণের হার সীমিতকরণের ওপর তিনি জোরারোপ করেন।

ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সহ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং ড. মো. হাবিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/একে

ঋণপ্রবাহ ডিসিসিআই ঢাকা চেম্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর