Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমিত আকারে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ০৯:১৮

ঢাকা: বন্যার কারণে বন্ধ থাকা ফেনী-চট্টগ্রাম পথের রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। রেলওয়ে জানিয়েছে, এই পথের ডাউন লাইন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে এই পথের আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে আরো কয়েকদিন সময় লাগবে।

সোমবার (২৬ আগস্ট) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সোমবার (২৬ আগস্ট) থেকে ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখী সিঙ্গেল লাইনের মাধ্যমে ট্রেনগুলো চলাচল করবে। ঢাকা থেকে চট্টগ্রাম পথে যেসব ট্রেন চলবে এগুলো হলো, চট্টগ্রাম মেইল (২ ডাউন), তূর্ণা নিশিথা এক্সপ্রেস (৭৪২)। আর চট্টগ্রাম থেকে ঢাকা পথে চলবে ঢাকা মেইল (১ আপ), তূর্ণা নিশিথা এক্সপ্রেস (৭৪১)।

২৭ আগস্ট থেকে এগুলোর সঙ্গে আরো যোগ হবে ঢাকা- চট্টগ্রাম পথে মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪), সুবর্ণ এক্সপ্রেস (৭০২), কর্ণফুলী এক্সপ্রেস (৪)। আবার চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর গোধূলি এক্সপ্রেস (৭০৩), কর্ণফুলী এক্সপ্রেস (৩), কক্সবাজার হতে ঢাকা, পর্যটক এক্সপ্রেস (৮১৫)।

আরো চলবে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম পথে পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), উদয়ন এক্সপ্রেস (৭২৪), চট্টগ্রাম- চাঁদপুর-চট্টগ্রাম, সাগরিকা এক্সপ্রেস (২৯ আপ), সাগরিকা এক্সপ্রেস (৩০ ডাউন)।

তাছাড়া, চট্টগ্রাম হতে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কনটেইনার ট্রেন চলাচল করবে।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ ট্রেন চলাচল ফেনী-চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর