Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৮৮ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৮:৪৬

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার মামলায় গ্রেফতার ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত এ আদেশ দেন। এদিন রাজধানীর চার থানার মামলায় গ্রেফতার ৩৮৮ আনসার সদস্যকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার চার মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেফতার ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো ছয় আনসার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়াও অন্তত তিন-হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আদালত আনসার সদস্য টপ নিউজ নির্দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর