Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ২২:০৩

ঢাকা: রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে হাফিজুর রহমান (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আকাশ আহমেদ (১৭) নামে আরেক শিক্ষার্থী।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিংয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে হাফিজকে মৃত ঘোষণা করেন।

হাফিজের বাসা পশ্চিম রামপুরা ওলন রোড এলাকায়। বাবার নাম মো. লুৎফর রহমান। হাফিজ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন।

হামলায় আহত আকাশ জানান, সে নিজে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন পশ্চিম রামপুরা ওয়াবদা রোড এলাকায়। দেশের বন্যা দুর্গতদের সহায়তার জন্য তারা ফান্ড কালেকশনেরর জন্য জাহাজবিল্ডিং মাহমুদ ডেকোরেটরের সামনে বাক্স তৈরি করছিলেন। তখন হঠাৎ ৫/৬ জন এসে অতর্কিত তাদের ওপর আক্রমণ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে, কারা তাদের ওপর এই হামলা করেছে সে বিষয়ে কেউ কিছু জানে না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাফিজের পা, কোমরসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। আর আহত আকাশের পাজরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছুরিকাঘাত টপ নিউজ শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর