Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ২১:৩০

কুষ্টিয়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত মামুন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিল মেম্বারের ছেলে।

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১২ জন।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পরিদর্শক রাকিবুল হাসান জানান, ওই গ্রামের ওহাব-গোলাপ গ্রুপের সঙ্গে ইউপি সদস্য মামুন-ইয়াহিয়া গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্ব চলছিল। কয়েক দিন আগে ওহাব গ্রুপের কলিমুল্লাহ নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে মামুন গ্রুপের লোকজন। তার অবস্থা আশঙ্কাজনক। এরই জেরে গতকাল শুক্রবার সকাল থেকে দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজ শনিবার প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্য মামুনের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া ১০ থেকে ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

ইউপি সদস্য কুপিয়ে হত্যা কুষ্টিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর