বন্যার্তদের সহায়তা একদিনের বেতন দেবেন প্রাণিসম্পদের কর্মকর্তারা
২৪ আগস্ট ২০২৪ ০৯:৩৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ১১:৫০
ঢাকা: দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা ফরিদা আখতার জানান, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।’
তিনি দেশের এই সংকটকাল উত্তরণে সবাইকে এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান।
সারাবাংলা/জেআর/এনইউ
কর্মকর্তা কর্মচারী টপ নিউজ দুর্গত বন্যা বেতন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী