Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবার বিতরণ করছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন, দুর্গতদের পাশে বিচারকও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৬:১০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ১৭:৪২

শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে খাগড়াছড়িতে খাবারসহ ত্রাণ বিতরণ করা হয। ছবি: সারাবাংলা

খাগড়াছড়ি: টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। জেলায় চলতি মৌসুমে চতুর্থবারের মতো বন্যার হানায় বিপর্যয়ের মুখে লক্ষাধিক মানুষ। এ পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খাবার ও ত্রাণ বিতরণসহ নানা ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে দ্বিতীয় দিনের মতো বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করেছেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান জানিয়েছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ এবং বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণের সময় খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, ক্যাপ্টেন গালিব বিন সাইফসহ অন্য কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. আবদুল্লাহ আল মামুন আগের দিনের মতো শুক্রবারও খাগড়াছড়ি শহরের আশপাশের গঞ্জপাড়া, আনসার পার্ক এলাকা, কৈবল্যপীট, নিকুঞ্জ আবাসিক ও শব্দমিয়া পাড়া এলাকায় শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন। এই কার্যক্রম চলমান রাখার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, শনিবার আরও ২০০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করবেন।

বিজ্ঞাপন

এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শাহাদাত হোসেন, সিনিয়র সহকারী জজ রাজীব কুমার দে, জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মজুমদার এবং সিনিয়র আইনজীবী আবদুল মালেক মিন্টু উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

খাগড়াছ খাবার বিতরণ ত্রাণ বিতরণ বন্যাদুর্গত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর