Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ পাঠাবেন যেভাবে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৬:৫০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ১৯:৫৮

ঢাকা: প্রবল বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলের প্রভাবে আকস্মিক বন্যায় ৪৫ লাখ মানুষ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। এ অবস্থায় অনেকেই বন্যার্তদের সহায়তা করতে এগিয়ে এসেছেন। ক্ষতিগ্রস্তদের যারা সহায়তা করতে আগ্রহী, তাদের স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও। এ জন্য সরকারের ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ অর্থ পাঠানোর জন্য হিসাব খোলা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে পাঠনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা করতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ আগ্রহকে সরকার স্বাগত জানায়। আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবটি খোলা হয়েছে সোনালী ব্যাংকে। হিসাবের বিস্তারিত—

  • হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
  • ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
  • হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে উল্লেখ করে বিজ্ঞীপ্ততে বলা হয়েছে, এ হিসাবে পাঠানো অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

সারাবাংলা/ইউজে/টিআর

টপ নিউজ ত্রাণ ও কল্যাণ তহবিল ত্রাণ তহবিল প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার তহবিল বন্যা বন্যার্তদের সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর