Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আ.লীগের সভাপতি-সম্পাদকের নামে নাশকতার মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ০১:৩৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ০৩:৫৯

‌বান্দরবান: জেলা আওয়ামী লীগের সভাপতি ও সা‌বেক জেলা প‌রিষদ চেয়ারম‌্যান ক্য শৈ হ্লা এবং সাধারণ সম্পাদক লক্ষী পদ দাসসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে বান্দরবানে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বান্দরবান পৌর এলাকার বিভিন্ন স্থানে নৈরাজ্য, সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতিসাধন ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও সেগুলো করার জন্য দাঙ্গার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় দলবদ্ধ হয়ে জনগণকে সাধারণ ও গুরুতর জখম, প্রাণনাশের হুমকি প্রদান এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের মতো অপরাধে লিপ্ত থাকার অভিযোগে পৌর এলাকার বাসিন্দা মো. শামীম হোসেন এ মামলা দায়ের করেন।

সারাবাংলা/টিআর

নাশকতার মামলা বান্দরবান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর