Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরের ২ অতিরিক্ত মহাপরিচালককে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ০১:১৯

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়াও পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য পার-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে মহাখালীর আইপিএইচ’র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম ও আইপিএইচ’র পরিচালক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য পার-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

সারাবাংলা/এসবি/পিটিএম

অতিরিক্ত মহাপরিচালক বদলি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর