Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাচার হওয়া টাকা ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা প্রত্যাশা

সারাবাংলা ডেস্ক
২২ আগস্ট ২০২৪ ১১:৩৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ১১:৫০

ঢাকা: অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বিট্রিশ সরকারের সহযোগিতা চেয়েছেন।

বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত বিট্রিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পারি শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ টাকা কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস।

তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরত এনে দেশ পুর্নগঠনের কাজে লাগাতে চায় সরকার।

বুধবার বিট্রিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ড. ইউনূস পাচারকৃত অর্থ ফেরত বিট্রিশ সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর