Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৪ ১০:০৬

আভাসটা পাওয়া যাচ্ছিল ইউরোর পর থেকেই। জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার শেষ পর্যন্ত বিদায় বলেই দিলেন আন্তর্জাতিক ফুটবলকে। নয়্যার জানিয়ে দিয়েছেন, জার্মানির জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে।

৩৮ বছর বয়সী নয়্যার এক বার্তায় জানিয়েছেন, জার্মানির জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। ইউরো ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেক হয়েছিল নয়্যারের। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৪ ম্যাচ। জার্মানির হয়ে জিতেছেন অনেক কিছুই, এর মাঝে আছে ২০১৪ সালের বিশ্বকাপও।

৩৮ বছর বয়সী নয়্যার জার্মানিকে বিদায় বললেও চালিয়ে যাবেন ক্লাব ফুটবল। ২০২৫ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি নবায়ন করেছেন তিনি।

সারাবাংলা/এফএম

জার্মানি ম্যানুয়েল নয়্যার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর