Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৯:৫৪ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ২১:৪৫

ঢাকা: দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২০ আগষ্ট) মৌখিকভাবে দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এই নির্দেশনা দেওয়া হয়। বুধবার (২১ আগষ্ট) বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বিএসইসি থেকে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ডিএসই ও সিএসই‘র চেয়ারম্যানসহ সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগ করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগপত্র পাওয়ার পর বিএসইসি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জানা গেছে, বর্তমানে ডিএসই‘র চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদে মোট স্বতন্ত্র পরিচালক আছেন সাত জন। এই সাত জনের মধ্যে সংস্থাটির চেয়ারম্যান হাফিজ মো. হাসান বাবু গত রোববার রাতে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বর্তমানে ডিএসইতে স্বতন্ত্র পরিচালক ছয় জন। আর সিএসইতেও স্বতন্ত্র পরিচালক রয়েছেন মোট সাত জন।

উল্লেখ্য, গত রোববার ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএসই বোর্ড থেকে পদত্যাগ করেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ নির্দেশ পদত্যাগ স্টক এক্সচেঞ্জ স্বতন্ত্র পরিচালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

এক জয় এক হার, চিন্তিত নয় বরিশাল
৫ জানুয়ারি ২০২৫ ২২:১০

আরো

সম্পর্কিত খবর