Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৮:৫৬ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৯:৫৬

ঢাকা: ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপ্যাল করেসপন্ডেন্ট ফারজানা রুপাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) বিকেলে উত্তরা পূর্ব থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। এর আগে, এদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।

জানা যায়, শাকিল-রুপা দম্পতি তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে (TK-713) ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান। কিন্তু সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো