আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত
স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৬:৩১ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৮:০২
২০ আগস্ট ২০২৪ ১৬:৩১ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৮:০২
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশন বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে আশরাফুল আলম খোকন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদ থেকে অব্যাহতি নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
২০১৩ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে যোগদানের আগে আশরাফুল আলম খোকন চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি ছয় বছর কাজ করেছেন।
সারাবাংলা/জিএস/একে