মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু, নিখোঁজ ছেলে
১৯ আগস্ট ২০২৪ ২১:৫১ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ০১:২২
ভোলা: মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৬) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নদীতে পড়ে তার ছেলে শাহিন (২২) নিখোঁজ হন। এ ছাড়াও লিটন নামে আরেকজন আহত হয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ারহাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন মাঝি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ার হাট বেড়িবাঁধ এলাকার আব্দুর রশিদ মাঝির ছেলে।
নিহতের চাচাতো ভাই হারুন মাঝি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালাউদ্দিন মাঝি প্রতিদিনের মতো আজ বিকেলেও ছেলে শাহিন ও স্থানীয় লিটনকে নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান। সকাল থেকেই ভোলায় বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করেই তাদের নৌকায় বজ্রপাত হয়। এতে সালাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হন সালাউদ্দিনের ছেলে শাহিন। এ সময় আহত হন লিটন মাঝি। পরে স্থানীয় জেলেরা সালাউদ্দিন মাঝির লাশ ও আহত লিটনকে তীরে নিয়ে আসে। তবে এখনও নিখোঁজ শাহিনের সন্ধান পাওয়া যায়নি।
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/পিটিএম