Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মান সুপার কাপ জিতে মৌসুম শুরু লেভারকুসেনের

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪ ১০:১৪

গত মৌসুমে একের পর এক ইতিহাস গড়েছিল তারা। বেয়ার লেভারকুসেন নতুন মৌসুমের শুরুটাও করল শিরোপা জিতেই। জার্মান সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে স্টুটগার্টকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেই এবারের মিশন শুরু করল লেভারকুসেন।

বে অ্যারেনাতে ১১ মিনিটের মাথায় লেভারকুসেনকে এগিয়ে দেন ভিক্টর বনিফেস। তাপসোবার বাড়ানো বলে দলকে লিড এনে দেন গত মৌসুমে দারুণ পারফর্ম করা বনিফেস। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ১৫ মিনিটের মাথায় ম্যাচে সমতা আনে স্টুটগার্ট। এঞ্জো মিলোটের দারুণ এক গোলে ম্যাচে ১-১ গোলে সমতা আসে। প্রথমার্ধে আর গোল না হওয়ায় সমতায় শেষ হয় হাফ টাইম।

বিজ্ঞাপন

বিরতির পর স্টুটগার্টকে এগিয়ে দেন ডেনিজ উনদাভ। গত মৌসুমের মতো এবার ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ম্যাচে সমতা ফেরায় লেভারকুসেন। ৮৮ মিনিটে গোল করেন প্যাট্রিক শিক। ২-২ গোলে শেষ হয় নির্ধারিত সময়।

পেনাল্টি শুটআউটে নিজেদের ৪ শটের সবকয়টিই জালে জড়িয়েছে লেভারকুসেন। নিজেদের ৫ শটের দুটি মিস করেছে স্টুটগার্ট। আর এতেই শিরোপা জয়ের আনন্দে ভাসে জাভি আলোনসোর দল। নিজেদের ইতিহাসের পঞ্চম শিরোপা জিতল লেভারকুসেন, এর তিনটিই এলো জাভির অধীনে।

 

সারাবাংলা/এফএম

জার্মান সুপার কাপ টপ নিউজ লেভারকুসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর