Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১৮:২৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ২০:৩৯

ছবি: শ্যামল নন্দী, সারাবাংলা।

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। আজ থেকে এর কাউন্টডাউন শুরু হবে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডা. আহমেদুল কবীর বলেন, ‘আহতদের যারা এখনও হাসপাতালে ভর্তি আছেন, তারা প্রত্যেকেই মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। আন্দোলনে আহতদের কাছ থেকে বিল না রাখার জন্য সব হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে কোনো মধ্যসত্ত্বভোগী থাকবে না। সরকারি হাসপাতালের বাইরে রোগীকে কোনো পরীক্ষা বা ওষুধ কিনতে হবে না।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন।

সমন্বয়করা বলেন, আন্দোলনকারীদের যাবতীয় চিকিৎসা খরচ সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে বহন করতে হবে। হাসপাতালের ভেতরের নিরাপত্তা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেসরকারি হাসপাতালগুলো আহতদের থেকে লাখ লাখ টাকা বিল নিয়েছে। সেই টাকাও ফেরত দিতে হবে।

সারাবাংলা/এসবি/পিটিএম

৯০ দিন দৃশ্যমান পরিবর্তন স্বাস্থ্য খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর