Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারী বর্ষণে পাহাড়ে ধস, খাগড়াছড়িতে যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১১:৫৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ১৪:৫১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পড়ে বহু যানবাহন।

শনিবার (১৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সঙ্গে সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছে। এটি সরাতে সময় লাগবে।

তিনি বলেন, ‘সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ সময় লাগবে। সকাল ১০ টার সড়ক ও জনপদ বিভাগ কাজে যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস।’

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘ভোর মাটি ধসে যান চলাচল বিঘ্ন হয়। সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।’

সারাবাংলা/একে

খাগড়াছড়ি টপ নিউজ পাহাড় পাহাড়ে ধস