হাজারীবাগে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত
১৫ আগস্ট ২০২৪ ২২:৫৪
ঢাকা: রাজধানীর হাজারীবাগে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ মুদাচ্ছির (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫আগস্ট) বেলা ২টার দিকে হাজারীবাগ টালী অফিস শিকদার রিয়েল স্টেট অফিসের সামনে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শিশু মুদাচ্ছিরের চাচা ইব্রাহীম জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার শ্রীপুর গ্রামে। বর্তমানে হাজারীবাগ টালীঅফিস এলাকায় থাকে তারা। শিশুটির বাবা নুরুল ইসলাম একটি মসজিদে ইমামতি করেন। দুপুরে শিশু আব্দুল্লাহ বাসার সামনের রাস্তায় খেলছিল। এ সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাসেদ মুন্সি জানান, বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রাইভেটকার ও এর চালককে ধরার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এসএসআর/পিটিএম