অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে, শপথ শুক্রবার
১৫ আগস্ট ২০২৪ ১৭:৪২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ ১৭:৫৬
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসসহ ১৭ জনের উপদেষ্টা পরিষদে আরও পাঁচ জন যুক্ত হচ্ছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নতুন করে কতজন উপদেষ্টা শপথ নিচ্ছেন এবং তাদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শুক্রবার বিকেল ৪টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে কোনো পরিবর্তন হলে পরে জানানো হবে।’
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।
এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জনের অন্তবর্তী সরকার গঠিত হয় সেদিন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আরও পাঁচ জন।
আরও পড়ুন-
-
- পরে শপথ নেবেন ৩ উপদেষ্টা
- প্রধান উপদেষ্টার হাতে ২৭ দফতর
- ইউনূসকে অভিনন্দন নরেন্দ্র মোদির
- উপদেষ্টারা কে কোন দফতর পেলেন
- ভোট হবে, তার আগে রাষ্ট্র সংস্কার: নাহিদ
- ড. ইউনূস থাকবেন যমুনায়, উপদেষ্টারা মন্ত্রিপাড়ায়
- শপথ নিলো অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ইউনূস
- ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার, স্থান পেয়েছেন ২ সমন্বয়ক
- বাংলাদেশের ‘নতুন বিজয়ে’ তরুণদের প্রতি কৃতজ্ঞতা ড. ইউনূসের
- ৩ থেকে ৫ বছরের অন্তর্বর্তী সরকার ও ছাত্রপ্রতিনিধি চায় শিক্ষার্থীরা
- স্থান পেলেন ৪ নারী উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারে এবারই সর্বোচ্চ
সারাবাংলা/জেআর/পিটিএম