Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে, শপথ শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ১৭:৪২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ ১৭:৫৬

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসসহ ১৭ জনের উপদেষ্টা পরিষদে আরও পাঁচ জন যুক্ত হচ্ছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নতুন করে কতজন উপদেষ্টা শপথ নিচ্ছেন এবং তাদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শুক্রবার বিকেল ৪টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে কোনো পরিবর্তন হলে পরে জানানো হবে।’

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জনের অন্তবর্তী সরকার গঠিত হয় সেদিন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আরও পাঁচ জন।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

অন্তর্বর্তী সরকার পরিধি শপথ শুক্রবার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর