Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৯ পর্যন্ত ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪ ১০:২৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ ১৬:৩৫

গত মৌসুমটা ক্লাবের হয়ে দুর্দান্ত কেটেছিল তার। জাতীয় দলের হয়েও পেয়েছেন সাফল্য। লাউতারো মার্টিনেজ তাই সহজেই ছাড়ছে না ইন্টার মিলান! নতুন মৌসুম শুরুর আগে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাথে নতুন চুক্তি করল ইন্টার। ২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন লাউতারো।

আগের মৌসুমে ইন্টারের লিগ শিরোপা জয়ের পেছনে লাউতারোর বড় ভূমিকা ছিল। লিগের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। ২৪ গোল করে সিরি আর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন লাউতারো। কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনে তার বড় অবদান ছিল। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনিই।

বিজ্ঞাপন

২৬ বছর বয়সী লাউতারোর সাথে ইন্টারের বর্তমান চুক্তি শেষ হচ্ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে চুক্তি শেষের অনেক আগেই তার সাথে নতুন চুক্তি সেরে ফেলেছে ইন্টার। ২০২৯ সাল পর্যন্ত তার সাথে চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি।

২০১৮ সালে ইন্টারে যোগ দিয়েছিলেন লাউতারো। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ২৮২ ম্যাচে ১২৯ গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন দুটি লিগ শিরোপা, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ।

সারাবাংলা/এফএম

ইন্টার মিলান টপ নিউজ লাউতারো মার্টিনেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর