Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতিল হতে পারে ১৫ আগস্টের সাধারণ ছুটি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৭:৪৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১৯:৩০

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পালন করে আসা ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল হতে পারে। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ছুটি বাতিলের প্রজ্ঞাপন প্রস্তুত করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দেশ পেলেই আজ বা আগামীকাল যেকোনো সময় এটি প্রকাশ করা হতে পারে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দেয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে উপদেষ্টাদের বসার কথা রয়েছে। সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে। তবে শোক দিবসকে কেন্দ্র করে যাতে কোনো সহিংসতা না হয় সেজন্য ১৫ আগস্ট মাঠে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘আমরা সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি-র‍্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল ২০০৮ সাল থেকে।

সারাবাংলা/জেআর/পিটিএম

১৫ আগস্ট বাতিল সাধারণ ছুটি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর