Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুটখালী সীমান্তের শূন্যরেখা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৭:১৪

বেনাপোল: বেনাপোলের পুটখালী সীমান্তে ভারত-বাংলাদেশ শূন্যরেখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে দুষ্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে যায়। লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, কে বা কারা লোকটিকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর তীরে রেখে গেছে। তার গায়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

পুটখালী সীমান্ত লাশ উদ্ধার শূন্যরেখা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর