পিবিআইয়ে নতুন মুখ, সিআইডি-প্রধানসহ আরও ৮ কর্মকর্তাকে বদলি
১৩ আগস্ট ২০২৪ ১৩:৫৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১৬:১৩
ঢাকা: বাংলাদেশের পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) অতিরিক্ত উপমহাপরিদর্শকসহ (অতিরিক্ত ডিআইজি) ১০ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নতুন মুখ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইড) প্রধানকেও বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই ১০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি আদেশ জারি করা হয়েছে। পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। সাবেক অতিরিক্ত আইজি বনজ কুমার মজুমদার আট বছর ধরে পিবিআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুলাই তিনি অবসরে যান।
এদিকে অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদফতর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। তিনি সিআইডির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে বদলি করা হয়েছে সিআইডির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে।
অন্যদিকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে। সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ অধিদফতর ঢাকা ও আরআরএফ চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদফতর ঢাকায় বদলি করা হয়েছে।
আরও বদলি করা হয়েছে ৩ এপিবিএন খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মাসুদ করিম, বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলী, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খো. ফরিদুল ইসলাম ও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআিইডি সৈয়দ হারুন অর রশীদকে। এই চারজনকেই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/টিআর