পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের অপসারণ দাবি
১২ আগস্ট ২০২৪ ১৮:২৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ২০:১৬
ঢাকা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের অপসারণ চেয়েছেন প্রতিষ্ঠানটির কর্মরতরা। পাশাপাশি তারা পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন, আরেক পরিচালক (প্রশিক্ষণ) কে. এম. সাখাওয়াত মুন, ক্যাশিয়ার (চ.দা.) মো. আলী হোসেন এবং প্রটোকল অফিসার মাসুদ-এ-হাসানের অপসারণ দাবি জানিয়েছে।
সোমবার (১২ আগস্ট) পিআইবির চত্বরে এক বিক্ষোভ-সমাবেশে এ দাবি তুলে ধরেন তারা। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে পিআইবি’র রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ বলেন, ‘জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তার ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে।’
পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী বলেন, ‘জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবি’র মহাপরিচালক পদে যোগদানের পর থেকে আজ পর্যন্ত চার মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এই দীর্ঘ সময়ে জাফর ওয়াজেদ ও তার অন্যতম সহযোগী পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) জাকির হোসেনের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম প্রতিষ্ঠা করেছেন। জাফর ওয়াজেদ একজন অযোগ্য, অদক্ষ ব্যক্তি। এমন ব্যক্তির জন্য প্রতিষ্ঠান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই পিআইবিকে রক্ষা করতে হলে জাফর ওয়াজেদ ও তার দুর্নীতি, অনিয়মের অন্যতম সহযোগী ও সুবিধাভোগী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।’
পিআইবির প্রশিক্ষক চলতি দায়িত্ব মোহাম্মদ শাহ আলম বলেন, ‘যখন যে মহাপরিচালক আসে পরিচালক জাকির হোসেন তার সঙ্গে খাতির জমিয়ে নিজ স্বার্থ হাসিল করে। এমন দুমুখো সাপকে পিআইবি হতে অপসারণের কোনো বিকল্প নেই।’
জাকির হোসেন নিয়মবহির্ভূতভাবে গত ১৬ মে ২০২৩ উপ-পরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন বলে দাবি করে তিনি বলেন, ‘একইদিনে তিনি পরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) পদে যোগ দেন। যে কোনো পদোন্নতি সিলেকশন কমিটি এবং বোর্ড সভার মাধ্যমে অনুমোদন হয়ে থাকে। কিন্তু সিলেকশন কমিটি বা বোর্ড সভায় পদোন্নতির বিষয়টি আলোচনাই হয়নি। সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে মহাপরিচালককে ব্যবহার করে সে পদোন্নতি নিয়েছে। আমরা অবিলম্বে জাকির হোসেন এবং তার দোসরদের পদত্যাগ ও শাস্তি দাবি করছি।’
পিআইবির হিসাব সহকারী মো. মিজানুর রহমান বলেন, ‘পরিচালক জাকির ও তার অন্যতম দোসর সহকারী হিসাব রক্ষক আলী হোসেন আত্মলোভী। বিগত ১৬ বছর এই দুইজন দুর্নীতি লুটপাট এবং অনিয়মের মাধ্যমে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে। এতদিন ভয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী তাদের বিরুদ্ধে কথা বলতে পারত না। তারা মহাপরিচালককে ব্যবহার করে সাধারণ কর্মচারীদের হয়রানি করত। এই দুইজনের সকল অপকর্মের অন্যতম সহযোগী মহাপরিচালকের ভারপ্রাপ্ত পিএ খন্দকার পারভেজউজ্জমান। সে মহাপরিচালককে ব্যবহার করে নানা তদবির ও অনিয়মের সঙ্গে জড়িত। আমরা এদের বিচার চাই।’
তিনি আরও বলেন, ‘অনেক কর্মকর্তা-কর্মচারী ১০-১৫ বছর অস্থায়ীভাবে চাকরি করলেও জাকির হোসেনের কারণে কারও চাকরি স্থায়ী হয়নি।’
সমাবেশে পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. কামরুল হক, সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান ও শাহেলা আক্তার, সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞাসহ পিআইবির সব কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
সারাবাংলা/আরএফ/একে