Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৫ আগস্ট বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি’

স্পোশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৭:৪৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে কিনা, এদিন সরকাটি ছুটি থাকবে কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন বিষয়টি নিয়ে কেবিনেটে আলোচনা করবেন। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী তিনি এ কথা জানান। সামনে ১৫ আগস্ট। সরকারি ছুটি, জাতীয় শোক দিবস। সে ক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

বিজ্ঞাপন

মাত্র তো তিন দিন বাকি আছে। মাঠপর্যায়ে কোনো নির্দেশনা দেওয়ার বিষয়ে আপনারা কিছু ভাবছেন কী না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়ে আমাদের এখানে আমরা কোনো নির্দেশনা পাইনি। এমন কিছু যদি থাকে, তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানতে পারব, কিন্তু আমরা কোনো নির্দেশনা পাইনি।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দুপুরে সচিবদের বৈঠক ইস্যুতে সিনিয়র সচিব বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) তারুণ্যের শক্তির উপর আলোকপাত করেছেন। সেখানে বলেছেন যে, তারণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তন আসছে, এর মাধ্যমে একটি সুযোগ তৈরি হয়েছে। আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। সকল মন্ত্রণালয়, বিভাগকে যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে ফাংশন (কাজ) করতে হবে। যেন আমরা প্রতিটা মন্ত্রণালয়, বিভাগের কাজগুলোকে বাস্তবায়ন করতে পারি। এই বিষয় তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন।’

সচিবদের সুবিধা-অসুবিধা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও এসময় জানান তিনি। পদোন্নতি বঞ্চিত ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ‘এই বিষয়গুলো আমরাই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৫-১৬ বছরে যে সকল বিসিএসের ব্যাচের পদোন্নতি হয়েছে, যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাদের বিষয়গুলো আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করছি। এরইমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা এ বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব খুব দ্রুত সময়ের মধ্যে। যারা পিএসসি থেকে বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ২৮ থেকে ৪২ ব্যাচের, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি, কাল বা পরশুর মধ্যে এ বিষয়ে প্রতিকার নিতে পারব।’

সারাবাংলা/জেআর/একে