সুপ্রদীপ পেলেন পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক শিক্ষায় ডা. বিধান
১১ আগস্ট ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৯:৫৫
ঢাকা: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে শপথ নিয়েছেন আরও দুই উপদেষ্টা। তাদের মধ্যে একজনকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব, আরেকজন পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব।
এই দুটি মন্ত্রণালয়ই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ছিল। দুই উপদেষ্টাকে ছেড়ে দেওয়ার ফলে এখন তার হাতে থাকল ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ।
রোববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিকেলে তাদের মধ্যে দফতর বণ্টন হয়।
রোববার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন-
সারাবাংলা/জেআর/টিআর
অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা টপ নিউজ ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সুপ্রদীপ চাকমা