সোমবার থেকে চলবে মালবাহী ট্রেন, বৃহস্পতিবার আন্তঃনগর
১১ আগস্ট ২০২৪ ১৮:২৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৮:৫১
ঢাকা: সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে চলবে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন।
রোববার (১১ আগস্ট) রেলপথ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ রেললওয়ের পরিচালক মো. নাহিদ হাসান খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আর মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলবে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন।
১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এদিকে, আন্তঃনগর ট্রেনের টিকিট সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে বিক্রি শুরু হবে বলেও জানানো হয়।
এর আগে, রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী সারাবাংলাকে জানিয়েছিলেন শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। ট্রেন চলাচলের জন্য সবধরনের প্রস্তুতি রয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এড়াতে গত ১৯ জুলাই থেকে সারাদেশে যাত্রী ও মালবাহী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৩ দিন পর ১ আগস্ট স্বল্প দূরত্বের ট্রেন চালু করা হলেও শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয়।
সারাবাংলা/জেআর/পিটিএম