কুয়েট উপাচার্য ও উপউপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম
১১ আগস্ট ২০২৪ ১৬:৩৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৮:৪১
খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়ার পদত্যাগ দাবি করেছেন সাধারণ শিক্ষকরা।
রোববার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা পদত্যাগের দাবিতে র্যালিটি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই লজ্জিত এবং ব্যথিত এ কারণে যে, আমাদের উপাচার্য এবং উপউপাচার্য ফ্যাসিবাদের সমর্থক ছিলেন। যারা ছাত্র নির্যাতনকারীদের পক্ষে ছিলেন। লজ্জার ব্যাপার যিনি ক্যাম্পাসের অভিভাবক তিনি আজ পালিয়ে বেড়াচ্ছেন।
তারা আরও বলেন, আমরা সাধারণ শিক্ষকরা আল্টিমেটাম দিচ্ছি আজকের মধ্যে উপাচার্য ও উপউপাচার্য যদি পদত্যাগ না করেন তাহলে তাদেরকে আর কখনো ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
এ সময় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আফতাব হোসেন, প্রফেসর ড. এম এম হাশেম, প্রফেসর ড. শাহজাহান ও প্রফেসর রাজিয়া খাতুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং উপাচার্য প্রফেসর ড. সাইদুল ইসলাম, প্রফেসর ড. মো. হেলাল আন-নাহিয়ান, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. গোলাম কাদের, প্রফেসর মাহমুদুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সারাবাংলা/ইআ