Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চাটুকার মিডিয়া বন্ধ হবে, তথ্য প্রতিমন্ত্রীর বিচার হওয়া উচিত’

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৫:১৮ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৭:২১

ঢাকা: চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের প্রমিজ করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটি দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্য কথা বলে না।’

তিনি বলেন, ‘মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এ অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে, কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি। টকশোতে জ্ঞানগর্ভ কোনো আলোচনা হয় না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরে না। একটি দেশ তখনই ডুবে যখন মিডিয়া সত্যি কথা বলে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সাবেক তথ্যপ্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক। কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতকারী। এসবের বিচার হওয়া উচিত। মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত।’

প্রধানমন্ত্রীকে আপনারা প্রশ্ন করেন কী! ‘আপনি অমুক। আপনি অমুক জয় করে আসছেন’- এগুলো কেমন প্রশ্ন, যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সারাবাংলা/ইউজে/একে

চাটুকারিতা টপ নিউজ মিডিয়া সাখাওয়াত হোসেন

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর