Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের ‘পলাতক’ ঘোষণা করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৩:৩৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৫:৫২

ঢাকা: কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে তাদের পলাতক হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিমিয় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংস ঘটনায় যাত্রাবাড়ী, শনিরআখড়া, ডেমরাসহ বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই সহিংসতায় ৪২ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘১৫ আগস্টের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কর্মস্থলে না আসেন আমরা ধরে নেব তারা পলাতক।’

তিনি বলেন, ‘আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না।’

পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। আর কখনও পুলিশকে কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। সাত দিনের ভেতর আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে বলেও জানান তিনি।

পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আমি প্রতিদিন খবর পাচ্ছি লুট হচ্ছে। সেনাবাহিনী-বিজিবি কাজ করছে তবে এটি তদের কাজ না। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তবুও সেনাবাহিনী করছে।’

বিজ্ঞাপন

‘একজনের ইচ্ছামতো একটি রাষ্ট্র চালানো যায় না। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার মানুষ যুদ্ধ করে ৩০ লাখ শহীদের বিনিময়ে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে। এ রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পদ না। কারো পারিবারিক সম্পদ না।’

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর