সচিবালয়ে বিক্ষোভ
১১ আগস্ট ২০২৪ ১৩:১৪ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৫:০৫
ঢাকা: শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা সচিবদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। একইসঙ্গে যারা এখন কর্মরত তাদের দ্রুত অপসারণ দাবি করেছেন তারা।
রোববার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে ছাত্র-জনতা পরিচয়ে অবস্থান নেন তারা। এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে যারা অংশ নিয়েছেন, তাদেরকে শেখ হাসিনার সময়ে যারা সচিব ছিলেন তাদের ইমিডিয়েট অপসারণ চান বলে শ্লোগান দিতে দেখা গেছে।
তারা বলছেন, হাসিনা সরকারের দালাল। আমরা চাই আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক, সেজন্য আমরা এখানে মিছিল করছি। যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারেও আমাদের একই দাবি। জালিম সরকারের নিয়োগ দেওয়া ব্যক্তিদের নির্দেশেই তো গুম, খুন ও হত্যা হয়েছে।
এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর মন্ত্রিপরিষদ বিলুপ্ত হলে গত ৮ আগস্ট দায়িত্ব নেয় অর্ন্তবর্তীকালীন সরকার।
সারাবাংলা/জেআর/ইআ