Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব ইনস্টিটিউটের নাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১২:৪২ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৩:৫৩

ঢাকা: সদ্য দায়িত্ব নেওয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে। তিনি বলেন, নতুন নাম হবে ‘বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আপনারা জানেন জাতীয়ভাবে আমরা একটি কঠিন সময় পার করছি। আইনশৃঙ্খলা রক্ষা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ ভেন্যু হওয়ার ক্ষেত্রে হুমকির মুখে আছে। এ বিষয়ে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করেছি।

আজ মন্ত্রণালয়ে এসে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। সহস্র-হাজার শিক্ষার্থী মারা গেছে, আমরা মনে করি তিনি এর সঙ্গে যুক্ত। আমরা শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি।

এর আগে, তিনি সকালে সচিবালয়ে এলে তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর