মানুষের খাদ্য সররাহ নিশ্চিত করতে চাই: ফরিদা আখতার
১১ আগস্ট ২০২৪ ১০:৪৬
ঢাকা: মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপরে গুরুত্ব দিতে চান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। একইসঙ্গে সহজে পুষ্টি নিশ্চিত করতে চান তিনি।
রোববার ( ১১ আগস্ট) সচিবালয়ে প্রথম কাজে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
দেশের মৎস্য সম্পদ কাজে লাগাতে কাজ করবেন জানিয়ে ফরিদা আখতার বলেন, প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, খাদ্য ও সরবরারের যোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনো সংকট তৈরি না হয়। তিনি বলেন, মাত্র কাজে যোগ দিয়েছি। আমি খোঁজ খবর নেব তারপর কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে সেগুলো ঠিক করে কাজ এগিয়ে নেব।
তিনি বলেন, সহিংসতায় যে সকল মৎস্য ও প্রানীসম্পদ অধিদফতর ভাঙচুর করা হয়েছে, সেগুলোর সংস্কার কাজও শুরু করা হবে।
এর আগে, আজ সকালে ফরিদা আখতার সচিবালয়ে আসেন। নিজ দফতরে পৌঁছালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সারাবাংলা/জেআর/ইআ