সারাদেশে ৫২৯টি থানার কার্যক্রম চালু
সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৯:৪৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ১৯:৫২
১০ আগস্ট ২০২৪ ১৯:৪৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ১৯:৫২
ঢাকা: সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম ফের চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ অধিদফতর।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় পুলিশ অধিদফতরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ অধিদফতর জানায়, ১০ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টিসহ মোট ৫৩৮টি থানার কার্যক্রম চালু হয়েছে।
এর আগে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের জেরে সরকার পতনের পর দেশের বেশিরভাগ থানা পুড়িয়ে দেওয়ায় এবং পুলিশের ওপর আক্রমণের কারণে বাংলাদেশের সকল থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সারাবাংলা/ইউজে/পিটিএম